thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

পাকিস্তানে মার্কিন দূতাবাসের কর্মীকে গুলি করে হত্যা

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১২:৫৯:২০
পাকিস্তানে মার্কিন দূতাবাসের কর্মীকে গুলি করে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের মার্কিন দূতাবাসের পাকিস্তানি কর্মী ফয়সাল সায়েদকে (৩০) গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারে সোমবার এ ঘটনা ঘটে।

সিনিয়র পুলিশ কর্মকর্তা নাজিবুর রেহমান বার্তা সংস্থা এএফপিকে জানান, দুই মোটরসাইকেল আরোহী ফয়সালের বাড়ির সামনে তাকে গুলি করে পালিয়ে যায়।

এ ব্যাপারে মার্কিন দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন দূতাবাসের স্থানীয় কর্মীকে হত্যার বিষয়টি কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।

ওই বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেনি। সূত্র : এএফপি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর