thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

গরু ব্যবসায়ীকে ক্ষতিপূরণ দিল বিএসএফ

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৩:০২:১২
গরু ব্যবসায়ীকে ক্ষতিপূরণ দিল বিএসএফ

রাজশাহী ব্যুরো : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাহারপাড়া ক্যাম্পের সদস্যদের হাতে নির্যাতনের শিকার বাংলাদেশি গরু ব্যবসায়ী হাবিবুর রহমানকে ক্ষতিপূরণ দিয়েছে বিএসএফ।

বিজিবি ও বিএসএফের দুই ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পর্যায়ের পতাকা বৈঠক শেষে মঙ্গলবার সকালে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন বিএসএফ ১৩০ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডেন্ট জোহার রোনাল্ডো।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন বিজিবি ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিম খান।

ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে দুই দেশের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

২০১১ সালের ৯ ডিসেম্বর গরু আনতে ভারতে প্রবেশের পর কাহারপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা হাবিবুর রহমানকে আটক করে। পরে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে সরিষাক্ষেতে ফেলে রাখে। প্রায় সোয়া তিন বছর পর ওই ঘটনায় সামান্য ক্ষতিপূরণ পাচ্ছেন হাবিবুর রহমান।

বিএসএফ ১৩০ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডেন্ট জোহার রোনাল্ডো সাংবাদিকদের জানান, দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একজনকে কোর্ট মার্শাল করে ২৮ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনের পদাবনতি দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএআর/শাহ/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর