thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রহস্য উদ্ঘাটনে ব্যর্থতায় লজ্জাবোধ করছি : তথ্যমন্ত্রী

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৩:০২:৫০
রহস্য উদ্ঘাটনে ব্যর্থতায় লজ্জাবোধ করছি : তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুই বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যারহস্য উদ্ঘাটন না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘হত্যারহস্য উদ্ঘাটনে প্রশাসনিক ব্যর্থতার জন্য লজ্জাবোধ করছি।’

মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের মন্ত্রণালয় থেকে যথাযথ কর্তৃপক্ষকে তাগিদ দেব, তদবির করব, যাতে এ দুর্ঘটনা সম্পর্কে প্রকৃত তথ্য জাতিকে জানানো হয়।’

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি খুন হন। কিন্তু এখন পর্যন্ত খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ খুনের বিচারের দাবিতে সাংবাদিকরা শুরু থেকেই আন্দোলন করে আসছেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমসি/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর