thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চলে গেলেন লাবনী

২০১৩ অক্টোবর ০৮ ১১:২১:৩৩ ০০০০ 00 ০০ ০০:০০:০০
চলে গেলেন লাবনী
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : অগ্নিদগ্ধ লাবনী আর নেই। সোমবার রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

লাবনীর বড় বোন লিজা জানান, নেশার টাকা না দেওয়ায় রবিবার রাত ১টার দিকে স্বামী চান বেপারি ঘুমন্ত লাবনীর (২৭) গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছিলেন, লাবনীর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের অর্ধেকের বেশি পুড়ে গেছে।

লিজা আরো জানান, রাজধানীর পূর্ব জুরাইনের ৪৩৫ মেডিকেল রোডের বাসায় তারা বসবাস করতেন। চান বেপারি ছিলো নেশাখোর। নেশার টাকার জন্য তিনি প্রায়ই লাবনীকে নির্যাতন করতেন।

তাফসির চান জয় (৫) ও উদয় চান তমাল (২) নামে লাবনীর দুটি শিশুসন্তান রয়েছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/জেএম/অক্টোবর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

নারী এর সর্বশেষ খবর

নারী - এর সব খবর