thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

পদ্মা সেতু নির্মাণে রিজার্ভ থেকে অর্থায়নের আপত্তি নাকচ

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৩:১৩:৫০
পদ্মা সেতু নির্মাণে রিজার্ভ থেকে অর্থায়নের আপত্তি নাকচ

দ্য রিপোর্ট প্রতিবেদক : পদ্মা সেতু নির্মাণে রিজার্ভ থেকে অর্থায়নে বিএনপি’র আপত্তি নাকচ করে দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এ বিষয়ে বিএনপি’র বক্তব্য নিয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমি তাদের বক্তব্যের সঙ্গে একমত নই। এটা আমার কাজ।’

এর আগে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. আল ব্রেশট কঞ্জি (Dr. Al Brecht Coue) অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘যুব জাগপা’ আয়োজিত এক আলোচনাসভায় বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান রিজার্ভের অর্থে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্তকে ‘অপরিণামদর্শী’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ যদি সেতু নির্মাণে ব্যয় হয়, তাহলে কীভাবে দেশে শিল্পায়ন হবে, অর্থনীতি সামনের দিকে এগোবে? আমরা মনে করি, সরকারের এ সিদ্ধান্তে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে।’

(দ্য রিপোর্ট/এসআর/জেএম/আরকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর