thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৩:৩২:৫৯
বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর লালবাগ কেল্লায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ ভবনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জে. (অব) মো. নজরুল হাসানের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। ব্যবস্থাপনা পরিচালক এ প্রতিবেদন বিদুৎ সচিবের কাছে জমা দেবেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান এএসএম মনজুরুল এহসান। রবিবার দুপুর সোয়া ১টার দিকে দ্য রিপোর্টকে তিনি বলেন, ‘এখন তদন্ত রিপোর্ট এমডি সাহেবের কাছে জমা দিচ্ছি।’

গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে ঐতিহাসিক লালবাগ কেল্লায় ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ডিপিডিসির ১০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শো’র উদ্বোধন করেন।

বৈদ্যুতিক গোলযোগের কারণে বিদ্যুতের বিভ্রাট ঘটেছিল নাকি ইচ্ছাকৃতভাবে বা দায়িত্বে অবহেলার কারণে- তা তদন্তে ওই দিনই ডিপিডিসির নির্বাহী পরিচালক এএসএম মনজুরুল এহসানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়।

ডিপিডিসির বহিষ্কৃত কর্মকর্তারা হলেন- রফিকুল ইসলাম (নির্বাহী প্রকৌশলী নারিন্দা, ফজলুল করিম (নির্বাহী প্রকৌশলী গ্রিড দক্ষিণ-২), শেখ মোহাম্মদ জিয়াউল হাসান (নির্বাহী প্রকৌশলী লালবাগ), মো. মহিউল আলম (নির্বাহী প্রকৌশলী স্বামীবাগ), মোসাহেদুল হক (ডিউটি অফিসার উপ-সহকারী প্রকৌশলী নারিন্দা),আব্দুল হাকিম (অভিযোগ সুপারভাইজার নারিন্দা), লুৎফর রহমান (সুপারভাইজার স্বামীবাগ), আমির হোসেন (উপ-সহকারী প্রকৌশলী গ্রিড নারিন্দা), সাইদ আহমেদ (উপ-সহকারী প্রকৌশলী গ্রিড নারিন্দা), রকিবুল হাসান (সহকারী প্রকৌশলী ডিউটি অফিসার স্বামীবাগ নিয়ন্ত্রণ কক্ষ)।

এর আগে সোমবার রাতে তদন্ত টিমের প্রধান এএসএম মনজুরুল এহসান দ্য রিপোর্টকে বলেন, ‘তদন্ত রেডি, জমা দেব লোক তো পাচ্ছি না। কারণ এখন অফিস টাইম পার হয়ে গেছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিপিডিসির গঠিত তদন্ত টিমের সদস্যরা গত শনিবার লালবাগের ডিপিডিসির আঞ্চলিক কার্যালয়ে অভিযুক্তদের ডেকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান চলাকালে ডিপিডিসির লালবাগ অঞ্চলে যারা ওই সময় দায়িত্ব পালন করছিলেন তাদের কাছ থেকে বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন তদন্ত কমিটি ও একাধিক সংস্থা।

(দ্য রিপোর্ট/কেএ/জেএম/শাহ/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর