thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সোয়ারিঘাট-গাবতলী রাস্তা মেরামতের চ্যালেঞ্জ যোগাযোগমন্ত্রীর

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৩:৪৭:০৫
সোয়ারিঘাট-গাবতলী রাস্তা মেরামতের চ্যালেঞ্জ যোগাযোগমন্ত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক : সোয়ারিঘাট থেকে গাবতলী পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা নিজে তদারকির মাধ্যমে পিরিয়ডিক মেইনটেনেন্সের চ্যালেঞ্জ নিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী মে মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করা হবে বলেও এলাকাবাসীদের আশ্বাস দেন তিনি।

রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের নিচের রাস্তা থেকে মিডফোর্ড রাজারঘাট এলাকার রাস্তা পর্যবেক্ষণ শেষে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি এ সব কথা বলেন। সকাল ১০টায় পুরো সোয়ারিঘাট এলাকা পরিদর্শনের কথা থাকলেও যোগাযোগমন্ত্রী আসেন সাড়ে ১১টায়।

পর্যবেক্ষণ শেষে ওবায়দুল কাদের বলেন, এই সড়কের দুর্ভাগ্য এটি এক সময় পানিসম্পদ উন্নয়ন বোর্ডে অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে সড়ক বিভাগে স্থানান্তরিত করা হয়। প্ল্যানিং কমিশন ও সড়ক বিভাগের মধ্যে এ রাস্তাটি নিয়ে চিঠি চালাচালির মধ্য দিয়ে এলাকাবাসীর দুর্ভোগ বেড়েই চলছিল। এ রাস্তাটির উন্নয়ন করা হবে নাকি পিরিয়ডিক মেইনটেনেন্স করা হবে- এ নিয়ে আমাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না।

যোগাযোগমন্ত্রী বলেন, বাংলাদেশে যোগাযোগের এত খারাপ রাস্তা আর কোথাও নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এ রাস্তাটি মেরামতের নির্দেশ দিয়েছেন। প্ল্যানিং কমিশনের সঙ্গে আমাদের কথা হয়েছে। টেন্ডারও পাস হয়েছে। ১৩ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে সোয়ারিঘাট থেকে গাবতলী পর্যন্ত রাস্তাটির পিরিয়ডিক মেইনটেনেন্সের কাজ শুরু হবে। আশা করছি আগামী মে মাসের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে। এ এলাকায় শনির দশা কেটে বৃহস্পতি আসবে। আমি নিজে এই কাজের তদারকি করব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে রাস্তাটি হোক তারপর দখলদারদের উচ্ছেদ করা হবে। সারা ঢাকাতেই রাস্তার পাশে দখলদার উচ্ছেদের অভিযান চলছে। আসন্ন টোয়েন্টি২০ ক্রিকেট বিশ্বকাপ ও এশিয়া কাপকে কেন্দ্র করে এ অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ছাড়া যানজট নিরসনে নিরাপদ সড়কের জন্য যে কেবিনেট কমিটি আছে সেখানে আমরা মিটিং করব।

(দ্য রিপোর্ট/এসআর/জেএম/শাহ/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর