thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘সাগর-রুনি হত্যার তদন্ত ধামাচাপা দিয়েছে সরকার’

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৩:৫৬:৪৪
‘সাগর-রুনি হত্যার তদন্ত ধামাচাপা দিয়েছে সরকার’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না করে সরকার তা ধামাচাপা দিয়েছে বলে মন্তব্য করেছেন সাগরের মা সালেহা মনির।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মঙ্গলবার সকালে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

অশ্রু চোখে সালেহা মনির বলেন, ‘এক বছর আগে মনে করেছিলাম এ হত্যাকাণ্ডের বিচার পাব। সরকার এখন পর্যন্ত এর কোনো বিচার করেনি। বরং তা ধামাচাপা দিয়েছে।’

তিনি বলেন, ‘১১ ফেব্রুয়ারি আর ২১ ফেব্রুয়ারির মধ্যে আমর কাছে কোনো পার্থক্য নেই। এটা শোকের মাস। এ মাসে আমার ছেলে ও ছেলের বধূ শহীদ হয়েছে। সাগর-রুনির বিচার বিলম্ব কেন হচ্ছে আমি তা জানি না। অবশ্যই আসামিদের গ্রেফতার না করার পেছনে কোনো কারণ আছে। আমি বিচার চাই, আমি বিচার চাই, আমি বিচার চাই। আমি আমার জন্য নয়, আমি মেঘের (সাগর-রুনির ছেলে) জন্য এ হত্যার বিচার চাই। তদন্ত সংস্থার লোকদের কাছে জানতে চাইলে তারা শুধু বলেন, অপরাধীদের গ্রেফতার করতে আমরা দিন-রাত চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘আমি এখনও সাগর-রুনির কবর জিয়ারত করতে যাইনি। কারণ আমি যেদিন বিচার পব, সেদিন আমি ওদের কবর জিয়ারত করতে যাব।’

রুনির ভাই নওশের আলম নোমান বলেন, ‘অনেক কষ্ট নিয়ে এখানে এসেছি। এ হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হাস্যকর। আমি এর সঠিক বিচার চাই। সরকারের তদন্ত সংস্থা এ বিষয়টি রীতিমত ধামাচাপা দিয়েছে।’

সাগর-রুনির একমাত্র সন্তান মেঘ এ স্মরণ সভায় উপস্থিত ছিল।

ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানের পরিচালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, ডিআরইউ-এর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ আকন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমসি/আরকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর