thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

শিল্পপতিদের লাল পাসপোর্ট দেওয়ার আহ্বান

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৩:৫৩:৪৮
শিল্পপতিদের লাল পাসপোর্ট দেওয়ার আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিশিষ্ট শিল্পপতিদের লাল পাসপোর্ট দেওয়ার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। এ ছাড়াও সিআইপি হিসেবে যেসব সুবিধার কথা বলা হয়েছে তা যেন তারা পান সে বিষয়টি নিশ্চিত করতে হবে। মঙ্গলবার বিয়াম মিলনায়তনে সিআইপি (শিল্প) কার্ড বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

কার্ডপ্রাপ্ত সিআইপিগণ (শিল্প) মেয়াদকাল পর্যন্ত সচিবালয়ে এ কার্ড প্রবেশপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। এ ছাড়াও বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন, ব্যবসাসক্রান্ত ভ্রমণের সময় বিমান, ট্রেন, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাওয়া,

ভিসার ক্ষেত্রে তার অনুকূলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেটার অব ইনট্রোডাকশন পাওয়া, নিজ পরিবারের জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধাপ্রাপ্তিতে অগ্রাধিকার পাওয়া, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পাওয়া এবং মেয়াদকালীন সরকারের শিল্পবিষয়ক নীতিনির্ধারণী কোনো কমিটির সদস্য হওয়ার সুযোগ পাবেন। কার্ড ইস্যুর তারিখ থেকে আগামী এক বছর সিআইপি হিসেবে এ সব বিশেষ সুবিধা ভোগ করবেন তারা।

(দ্য রিপোর্ট/এআই/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর