thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৮ জমাদিউস সানি 1446

সিআইপি কার্ড পেলেন ৫৪ জন

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৩:৫৮:১৩
সিআইপি কার্ড পেলেন ৫৪ জন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদানের জন্য সাত ক্যাটাগরিতে ৫৪ জন বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে (সিআইপি) শিল্প কার্ড দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

মঙ্গলবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্ড হস্তান্তর করেন।

বাংলাদেশ সরকার সিআইপি (শিল্প) নীতিমালা ২০১২-এর আলোকে গত ২৯ জানুয়ারি এ ৫৪ সিআইপি’র (শিল্প) তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়।

সাত ক্যাটাগরির মধ্যে পদাধিকার বলে ১১ জন, সিআইপি বৃহৎ শিল্প থেকে ২১ জন, সিআইপি মাঝারী শিল্প থেকে ১০ জন, সিআইপি ক্ষুদ্র শিল্প থেকে ৫ জন, সিআইপি মাইক্রো শিল্প থেকে ১ জন, কুটির শিল্প থেকে ১ জন এবং সেবা শিল্প থেকে ৫ জন ব্যক্তি সিআইপি কার্ড পাবেন।

যে সব সুবিধা পাবেন সিআইপিরা :

মেয়াদকাল পর্যন্ত সিআইপিরা (শিল্প) প্রাপ্ত কার্ড সচিবালয়ের প্রবেশপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি করপোরেশন কর্তৃক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন, ব্যবসা সংক্রান্ত ভ্রমণের সময় বিমান, ট্রেন, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণের অগ্রাধিকার, ভিসার ক্ষেত্রে তার অনুকূলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেটার অব ইন্ট্রোডাকশন পাওয়া, নিজ পরিবারের জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা এবং মেয়াদকালীন সরকারের শিল্প বিষয়ক নীতিনির্ধারণী কোনো কমিটির সদস্য হওয়ার সুযোগ পাবেন সিআইপিরা। কার্ড ইস্যুর তারিখ থেকে পরবর্তী এক বছর সিআইপি হিসেবে এ সব বিশেষ সুবিধা ভোগ করবেন তারা।

সিআইপি (শিল্প) কার্ড পাবেন যারা :

ব্যবসায়ী সংগঠনের নেতা হিসেবে পদাধিকার বলে নির্বাচিত সিআইপিরা হলেন, এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলামীন, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক, উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি একেএম সেলিম ওসমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি সবুর খান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) সভাপতি মির্জা নুরুল গণি শোভন, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি তপন চৌধুরী।

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে নির্বাচিত সিআইপিরা হলেন, বিআরবি ক্যাবলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পারভেজ রহমান, আবদুল মোনেম লিমিটেডের এমডি আবদুল মোনেম, এসিআইয়ের এমডি ড. আরিফ দৌলা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এমডি সাখাওয়াত হোসেন, বিএসআরএম স্টিলসের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সামাদ রফিকুল ইসলাম, পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলসের এমডি মির্জা সালাম ইস্পাহানী, ইউনিলিভার বাংলাদেশের এমডি খন্দকার কামরান বকর, বাদশা টেক্সটাইলসের এমডি বাদশা মিয়া, ভিয়েলাটেক্সের এমডি কেএম রেজাউল হাসনাত, ফারিহা নিট টেক্সের এমডি আসাদুল ইসলাম, এসিআই ফর্মুলেশনের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা, বার্জার পেইন্টসের এমডি রুপালী হক চৌধুরী, রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, জালাল আহমেদ স্পিনিং মিলসের এমডি শাহজাহান, মীর সিরামিকের এমডি মীর নাসির হোসেন, এমআরএস ইন্ডাস্ট্রিজের এমডি শামসুর রহমান, ভিয়েলটেক্স স্পিনিংয়ের পরিচালক কানিজ ফাতেমা জেরিন, সুপার রিফাইনারির এমডি সেলিম আহমেদ, শাহ ফতেহউল্লা টেক্সটাইল মিলসের চেয়ারম্যান সেলিম আহমেদ এবং আফতাব বহুমুখী ফার্মসের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম।

মাঝারি শিল্পের ১০ নির্বাচিত সিআইপিরা হলেন, অকোটেক্সের এমডি আবদুস সোবাহান, বিআরবি পলিমারের এমডি মজিবুর রহমান, ঈগলু ফুডসের পরিচালক এএসএম মঈনুদ্দিন মোনেম, বসুমতী ডিস্ট্রিবিউশনের এমডি জেডএম গোলাম নবী, রয়েল গ্রিন প্রোডাক্টের চেয়ারম্যান আবদুল হক, ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের এমডি কেএসএম মোস্তাফিজুর রহমান, আলম সোপ ফ্যাক্টরির এমডি শরীফুল আলম, বেলি ইয়াং ডায়িংয়ের এমডি মাসুদ জামান, মোশারফ স্পিনিং মিলসের এমডি মোশারফ হোসেন, ইউনসন অটো অয়েল মিলসের এমডি খায়রুল আনাম।

ক্ষুদ্র শিল্পে নির্বাচিত ৫ সিআইপি হলেন, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের এমডি মিজবার রহমান, এফবি ফুটওয়্যার লিমিটেডের এমডি অনিরুদ্ধ কুমার রায়, আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজের এমডি মহিউদ্দিন আহমেদ মহিন, অন্বেষা স্টাইলসের এমডি ইউএন আশেক, মেসার্স শোভা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সৈয়দ আহম্মদ কিরণ।

এ ছাড়া মাইক্রো শিল্প থেকে নির্বাচিত সিআইপি হলেন ফু-ওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হোসেন চৌধুরী। কুটির শিল্পে সিআইপি নির্বাচিত হয়েছেন জননী উইভিং ফ্যাক্টরির স্বত্বাধিকারী রফিকুল ইসলাম পরান।

এ ছাড়া সেবা খাতে অবদানের জন্য নির্বাচিত ৫ সিআইপি হলেন, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান কবির রেজা, মীর আকতার হোসেন লিমিটেডের পরিচালক সোহেলা হোসেন, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্সের এমডি প্রকৌশলী আতিকুর রহমান, এমএম ইস্পাহানী লিমিটেডের চেয়ারম্যান মির্জা আলী বেহেরুজ ইস্পাহানী এবং বিল্ডিং ফর ফিউচারের এমডি তানভিরুল হক প্রবাল।

(দ্য রিপোর্ট/এআই/জেএম/আরকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর