thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

উল্লেখযোগ্য সংশোধনী ছাড়াই সংসদে গ্রামীণ ব্যাংক বিল

২০১৩ নভেম্বর ০৪ ২২:৩২:০০
উল্লেখযোগ্য সংশোধনী ছাড়াই সংসদে গ্রামীণ ব্যাংক বিল

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সরকার কর্তৃক চেয়ারম্যান এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের বিধান রেখে বহুল আলোচিত ‘গ্রামীণ ব্যাংক বিল-২০১৩’ এর প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় কমিটি।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) সোমবার জাতীয় সংসদে এই প্রতিবেদন উত্থাপন করেন। একই দিন আরও তিনটি বিলের প্রতিবেদন উত্থাপন করেন সংশ্লিষ্ট কমিটি।

অন্য বিলগুলো হলো এশিয়ান রি-ইন্সুরেন্স কর্পোরেশন বিল-২০১৩, ভৌগলিক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিল-২০১৩ এবং পায়রা বন্দর কর্তৃপক্ষ বিল-২০১৩। বিলগুলো চলতি সপ্তাহে পাস হওয়ার কথা রয়েছে।

সংসদে এসব বিল উত্থাপনের সময় সভাপতির আসনে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত ২৭ অক্টোবর সংসদে ‘গ্রামীণ ব্যাংক বিল-২০১৩’ সংসদে উপস্থাপন করেন। বিলটি সংসদে উপস্থাপনের আগে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনা হয়। সংসদীয় কমিটি উল্লেখযোগ্য সংশোধনী ছাড়াই বিলটি পাসের সুপারিশ করে প্রতিবেদন চূড়ান্ত করে।

প্রস্তাবিত আইনে গ্রামীণ ব্যাংকের অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়িয়ে আইনভঙ্গের জন্য শাস্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া ব্যাংকের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে সরকারের পরামর্শ নেওয়া বাধ্যতামুলক, সরকার কর্তৃক চেয়ারম্যান নিয়োগ এবং ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়ার বিধান রাখা হয়েছে। আইনটি পাস হলে ১৯৮৩ সালের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ বাতিল হবে।

(দিরিপোর্ট২৪/আরএইচ/আরএইচ/এসকে/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর