thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

রাবিতে শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনায় লিগ্যাল নোটিশ

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৪:০৭:৩৬
রাবিতে শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনায় লিগ্যাল নোটিশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি করার কারণ জানতে চেয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সচিব এবং সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

মঙ্গলবার ডাক, কুরিয়ার রেজিস্ট্রিযোগে ও হাতে করে লিগ্যাল নোটিশটি প্রেরণ করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী জ্যেতির্ময় বড়ুয়া।

নোটিশে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ কেন গুলি চালিয়েছে এবং গুলি করার আগে ও পরে কোন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার খুশী কবির, অধ্যাপক স্বপন আদনান, রফিক উল্লাহ খান, মানস চৌধুরী, ফাহমিদুল হক ও তানজিম উদ্দিন খানের পক্ষে এ নোটিশ পাঠান ব্যারিস্টার জ্যেতির্ময় বড়ুয়া।

লিগ্যাল নোটিশটি যাদের প্রতি পাঠানো হয়েছে তারা হলেন- স্বরাষ্ট্র সচিব, আইজিপি, রাজশাহী পুলিশ কমিশনার ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/আরকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর