thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

‘দলীয় কর্মী হত্যাতত্ত্ব বাজারজাতের অপচেষ্টায় খালেদা’

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৪:৪৮:৪৭
‘দলীয় কর্মী হত্যাতত্ত্ব বাজারজাতের অপচেষ্টায় খালেদা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : খালেদা জিয়া পরিকল্পিতভাবে ‘দলীয় কর্মী হত্যাতত্ত্ব’ বাজারজাত করার অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, ‘রাজনৈতিককর্মী’ পরিচয় দিয়ে বেগম জিয়া জঘন্য সন্ত্রাসী-দুর্বৃত্তদের বাঁচানোর চেষ্টা করছেন।’

সচিবালয়ে মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ সব অভিযোগ করেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া বর্তমানে দলের নেতাকর্মীদের হত্যা করার কল্পকাহিনী ফাঁদার অপচেষ্টা শুরু করেছেন। ১৫২ নেতাকর্মীকে হত্যার মনগড়া গল্প বলে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা শুরু করেছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার যখন দেশটির অশান্তি থেকে শান্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তখন খালেদা জিয়া পুনরায় অশান্তি সৃষ্টির অপচেষ্টা করছেন।’

‘বেগম জিয়া মিথ্যাচার ও সহিংসতাকে রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছেন’ জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘তিনি ২০০৮ সালের নির্বাচনকে কারচুপির নির্বাচন বলে আখ্যা দিয়েছেন। তিনি বিরোধী দলকে সংসদে কথা বলতে দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন। এ ছাড়া যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে প্রশ্রয় দিয়েছেন। শাপলা চত্বরে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা, সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানকে বিদেশি বাহিনীর অভিযান ও অনুপ্রবেশ বলে তিনি জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন।’

তিনি অভিযোগ করেন, ‘খালেদা জিয়া রাজনৈতিককর্মী এবং সন্ত্রাসী, দুর্বৃত্ত, অপরাধী, খুনী, নাশকতা সৃষ্টিকারীদের মধ্যে পার্থক্য টানতে উদ্দেশ্যমূলকভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।’

মন্ত্রী বলেন, ‘এ সব জঘন্য অপরাধীদের বিষয়ে প্রশাসনের কঠোর হওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। তবে এক রাউন্ড গুলি করলে এর জবাব দিতে হবে। আইন বহির্ভূত কোনো ঘটনা বা কোনো হত্যাকাণ্ড ঘটে থাকলে এরও তদন্ত হবে এবং দোষীদের বিচার হবে।’

সংসদে অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়নকারী ১৯ সংবাদপত্রের তালিকা প্রকাশ করা হয়েছে। দেখা গেছে এ তালিকায় অনেক প্রতিষ্ঠানের নাম নেই। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হাসানুল হক ইনু বলেন, ‘বিষয়টি আমাদের কানেও এসেছে। ওয়েজবোর্ড বাস্তবায়ন না করলে মালিকদের জন্য খারাপ খবর আছে।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর