thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

শিক্ষার্থীসহ আত্মঘাতী হামলার প্রশিক্ষক নিহত

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৫:১৬:১৩
শিক্ষার্থীসহ আত্মঘাতী হামলার প্রশিক্ষক নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : আত্মঘাতী হামলা শেখানোর ক্ষেত্রে এর পর হয়ত প্রথম নিয়ম হবে সত্যিকারের বিস্ফোরক দিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ না দেওয়া।

কারণ আল-কায়েদার এক প্রশিক্ষক তার শিক্ষার্থীদের আত্মঘাতী হামলা শেখাতে গিয়ে উড়িয়ে দিয়েছেন পুরো ক্লাস। নিহত হয়েছেন তিনি ও তার ২০ জন ছাত্র।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৬০ মাইল দূরে সামারা এলাকায় আল-কায়েদার একটি ঘাঁটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের শব্দ শুনে নিরাপত্তা রক্ষীরা ওই এলাকার সন্ধান পান। বেঁচে যাওয়া ২২ জনকে গ্রেফতার করেন তারা। তাদের মধ্যে বেশ কয়েকজন বিস্ফোরণে আহত হয়েছেন। ওই ঘাঁটি থেকে পুলিশ বিস্ফোরক বোঝাই সাতটি গাড়ি উদ্ধার করেছেন।

নিহত প্রশিক্ষকের নাম জানানো হয়নি। তবে তিনি একজন অভিজ্ঞ প্রশিক্ষক বলে নিরাপদ রক্ষীরা জানিয়েছেন। তিনি প্রশিক্ষণ ও কর্মী নিয়োগের ব্যাপারে বিশেষজ্ঞ বলেও জানা গেছে।

আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) ওই ঘাঁটি পরিচালনা করত। আইএসআইএস ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশ ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় সক্রিয়। সূত্র : দ্য টেলিগ্রাফ।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর