thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাগেরহাটে জামায়াত নেতা আটক

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৫:৩৭:৪৪
বাগেরহাটে জামায়াত নেতা আটক

বাগেরহাট সংবাদদাতা : জেলার মোড়েলগঞ্জে শাহাদাত হাওলাদার (৪৫) নামের এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মোড়েলগঞ্জ পৌরসভার বালুরমাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

মোড়েলগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুল আটকের বিষয় দ্য রিপোর্টকে নিশ্চিত করে জানান, শাহাদাত হাওলাদার মোড়েলগঞ্জ আবু হুরায়রা মাদরাসার অধ্যক্ষ ও বাগেরহাট জেলা জামায়াতের সহ-সম্পাদক। সে এই মাদরাসার পাশেই থাকে। সে বরিশাল জেলার নিজাম আহম্মেদ হাওলাদারের ছেলে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল রকিব খান জানান, নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনায় গোপন বৈঠকের সময় তাকে আটক করা হয়।

এদিকে তার আটকের ব্যাপারে নিন্দা জানিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল অদুদ দ্য রিপোর্টক বলেন, ‘মাওলানা ইউসুফের জানাজা শেষে বাসায় ফেরার পথে পুলিশ তাকে আটক করে। নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় গোপন বৈঠকের প্রশ্নই উঠে না। তাকে উদ্দেশ্যমূলকভাবে আটকের জন্য তীব্র নিন্দা জানাই।

তিনি জানান, এখন পুলিশ কাউকে আটক করলেই নাশকতার অভিযোগ তোলে। এটা ঠিক না।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর