thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

আইসিএল’র এমডি শফিকুরকে ফের জিজ্ঞাসাবাদ

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৫:৫৩:২৬
আইসিএল’র এমডি শফিকুরকে ফের জিজ্ঞাসাবাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : গ্রাহকদের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে আইসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এন এম শফিকুর রহমানকে ফের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কমিশনের সেগুনবাগিচার কার্যালয়ে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সূত্র জানায়, ২০০১ থেকে ২০১২ অর্থবছর পর্যন্ত প্রতিষ্ঠানটির অডিট রিপোর্ট পর্যালোচনা করে বেশ কিছু আপত্তি দেখা গেছে। এমডি এইচ এন এম শফিকুর রহমানের নেতৃত্বে প্রতারক চক্রটি প্রায় ৭০ হাজার গ্রাহকের অর্থ আত্মসাৎ করেছে।

এর আগেও শফিকুর রহমানকে বিভিন্ন সময়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক সূত্র জানায়, সংগৃহীত টাকায় বিভিন্ন স্থানে নামে-বেনামে জমি কেনা হয়েছে।

প্রসঙ্গত, আইসিএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আইসিএল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে ২৮৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে ২০১৩ সালের ২০ মার্চ পাঁচ সদস্যের কমিটি গঠন করে কমিশন। দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে অনুসন্ধানী টিমের অন্য সদস্যরা হলেন- উপ-পরিচালক মো. রওশন আলম, মো. ফেরদৌস সেরনিয়াবাদ, সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং উপ-সহকারী পরিচালক আফরোজা হক খান।

(দ্য রিপোর্ট/এইচবিএস/একে/জেএম/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর