thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেনাপোলে কোটি টাকার ভারতীয় কাপড় আটক

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৬:৩০:৪৫
বেনাপোলে কোটি টাকার ভারতীয় কাপড় আটক

বেনাপোল সংবাদদাতা : বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের শাড়ি ও থ্রি-পিস আটক করেছে বিজিবি।

যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ভারতীয় শাড়ি ও থ্রি-পিসের একটি চালান বেনাপোলের সাদীপুর সীমান্ত পার হয়ে যশোরে পাচারের উদ্দেশ্যে ট্রাকে উঠানো হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বিজিবি’র চেকপোস্ট ক্যাম্পের একটি টহল দল চেকপোস্ট সংলগ্ন সাদীপুর গ্রামের ইদুর বাড়ি ও ডাক্তার বাড়ি পোস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা ট্রাক ভর্তি কাপড় ফেলে পালিয়ে যায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৬ বেল ভারতীয় শাড়ি ও থ্রি-পিস আটক করা হয়। আটককৃত শাড়ি ও থ্রি-পিসের মূল্য কোটি টাকা বলে বিজিবি জানায়।

অপরদিকে বেনাপোলের রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা মঙ্গলবার দুপুরে এক অভিযান চালিয়ে ২ কেজি ভারতীয় গাঁজা আটক করে। আটককৃত মালামাল যশোর বিজিবি ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে বলে জানান সুবেদার জয়নাল আবেদীন।

(দ্য রিপোর্ট/জেএইচ/এফএস/এপি/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর