thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

ফাইনালে দুরন্ত শেখ জামাল

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৬:৫৯:১১
ফাইনালে দুরন্ত শেখ জামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : আইএফএ শিল্ডের ফাইনালে খেলা নিশ্চিত করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। মঙ্গলবার সেমিফাইনালে ইস্ট বেঙ্গল এফসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফেডারেশন কাপ জয়ীরা। এটি বাংলাদেশের কোনো ক্লাবের বিপক্ষে ইস্ট বেঙ্গলের প্রথম হার।

কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মঙ্গলবার শুরু থেকেই স্বাগতিক দলের কড়া মার্কিংয়ে ছিলেন সনি নর্দে। এ মার্কিং ভেঙে আক্রমণে যাওয়াই যেন মূল লক্ষ্য হয়ে পড়েছিল তার। ৪ মিনিটে সুযোগ হাতছাড়া হয়েছে শেখ জামালের। ওয়েডসনের বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়েও পা ছোঁয়াতে ব্যর্থ হয়েছেন সনি নর্দে। ৬ মিনিটে বক্সের বাইরে থেকে সনি নর্দের ফ্রি-কিক এমেকার হেড জাল খুঁজে পায়নি। ৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া মামুনুলের শট পোস্টের উপর দিয়ে চলে গেছে।

১৮ মিনিটে সুযোগ পেয়েছিল ইস্ট বেঙ্গল। তবে সুদানী ফরোয়ার্ড জেমস মগা গোলরক্ষক হিমেলকে একা পেয়েও ব্যর্থ হয়েছেন। ২ মৌসুমের আগে মুক্তিযোদ্ধার হয়ে বাংলাদেশে খেলে গেছেন জেমস মগা। ২৩ মিনিটে ভুল করেননি এমেকা ডার্লিংটন। বক্সের বাইরে থেকে ডানপ্রান্ত দিয়ে হাইতির ফরোয়ার্ড ওয়েডসনের ভাসানো বলে মাথা ছুঁইয়ে দিয়েছিলেন নাইজেরিয়ান এ ফরোয়ার্ড। তার হেডে বল সাইড পোস্টে লেগে জালে জড়িয়েছে (১-০)।

নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৬টি গোল রয়েছে এমেকা ডার্লিংটনের। ৩৭ মিনিটে দ্বিতীয়বার সুযোগ কাজে লাগিয়েছেন শেখ জামালের প্রাণভোমরা সনি নর্দে। এবার বলের যোগানদাতা ছিলেন এমেকা ডার্লিংটন। তার বাড়ানোর বলে সনি নর্দের বাঁ পায়ের শট দ্বিতীয় পোস্ট দিয়ে জালে জড়িয়েছে (২-০)। এক মিনিট আগে এমেকার কাছ খেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েছিলেন নর্দে। পরে ২ ডিফেন্ডারের পায়ের নিচে দিয়ে মেরেছিলেন এই হাইতিয়ান। কিন্তু গুরপ্রিত সিংয়ের পায়ে লেগে ওই আক্রমণ প্রতিহত হয়েছে।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্ট করেছে ইস্ট বেঙ্গল। ৫৫ মিনিটে অর্ণব মন্ডলের আচমকা শট কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের গোলরক্ষক হিমেল। ৬৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ঢাকার দলটির। বক্সের বাইরে থেকে সনি নর্দের ফ্রি-কিক ২ ডিফেন্ডারের মধ্য দিয়ে হেড নিয়েছিলেন নাইজেরিয়ান মিডফিল্ডার আলী। বদলী এ ফুটবলারের হেড পোস্ট ঘেঁষে মাঠের বাইরে চলে যায়।

৬৭ মিনিটে বক্সে ঢুকে ওয়েডসনের শট ডিফেন্ডার রাজু গায়কোয়ার্ডের পায়ে লেগে জালে জড়ালে ৩-০ গোলে এগিয়েছে ফেডারেশন কাপ জয়ীরা। ৭৩ মিনিটে গোলরক্ষক গুরপ্রিত সিংকে একা পেয়েও ব্যর্থ হয়েছেন ইয়ামিন মুন্না। তার দুর্বল শট খুব সহজেই গ্লাভস বন্দী করেছেন গুরপ্রিত। ৮৪ মিনিটে মাঝমাঠে সোহেল রানাকে গলাচেপে ধরেছিলেন ইস্ট বেঙ্গলের অধিনায়ক রবার্ট। নির্ঘাত লাল কার্ড না দেখিয়ে রবার্টকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেছেন রেফারি সন্তোষ কুমার। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ইস্ট বেঙ্গলের অর্ণব মন্ডলকে লাল কার্ড দেখিয়েছেন তিনি।

অর্ণব অব দ্য বল লিংকনের হাঁটুতে পা দিয়ে আঘাত করেছিলেন। রেফারি অরিতিক্ত ৮ মিনিট সময় খেলিয়েছেন। কিন্তু তারপরও গোল পরিশোধ ব্যর্থ ছিলেন ইস্ট বেঙ্গলের ফুটবলাররা। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর