thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘আমাদের সম্পদের ওপর অনেকের লোলুপ দৃষ্টি’

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৭:০৮:০৪
‘আমাদের সম্পদের ওপর অনেকের লোলুপ দৃষ্টি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের সম্পদের ওপর অনেকের লোলুপ দৃষ্টি রয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বিয়াম মিলনায়তনে মঙ্গলবার নির্বাচিত সিআইপি (শিল্প) কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

আমু বলেছেন, ‘দেশের প্রাকৃতিক সম্পদ কাজে লাগানো গেলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। তবে এ সম্পদ নিয়ে বিপদও রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে সংঘাত চলছে তার মূলে রয়েছে প্রাকৃতিক সম্পদ। আমাদের সম্পদের প্রতিও অনেকের লোলুপ দৃষ্টি রয়েছে।’

শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অনুন্নত দেশ হলেও পরমুখাপেক্ষী নয়। বর্তমানে যেভাবে অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে তা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে।’

আমু বলেন, ‘বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রয়েছে। মন্দার ফলে উন্নত দেশে যেখানে লাখ লাখ শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে, সেখানে বাংলাদেশে একজন শ্রমিকও চাকরিচ্যুত হননি।’

বক্তব্যের শেষে শিল্পমন্ত্রী সাত ক্যাটাগরিতে ৫৪ জন শিল্প উদ্যোক্তাকে সিআইপি (শিল্প) কার্ড বিতরণ করেন। পদাধিকারবলে ১১ জন, বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ২১ জন, মাঝারি শিল্পে ১০ জন, ক্ষুদ্র শিল্পে পাঁচজন, মাইক্রো শিল্পে একজন, কুটির শিল্পে একজন ও সেবা শিল্পে পাঁচজন সিআইপি মনোনীত হয়েছেন।

শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ উদ্দিন, এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ ও আব্দুল মোনেম গ্রুপের এমডি এ এস এম মঈনউদ্দিন মোনেম উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এআই/একে/এসকে/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর