thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে চাই : চান্দিমাল

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৭:২৫:৪৩
সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে চাই : চান্দিমাল

দ্য রিপোর্ট প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : ২ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজের প্রথম ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার। দিবা-রাত্রির ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়। তরুণ-অভিজ্ঞতার মিশেলে গড়া হয়েছে সফরকারীদের দল। অধিনায়কত্ব করবেন দিনেশ চান্দিমাল।

ম্যাচ শুরু হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন চান্দিমাল। দলের নানা বিষয়ে কথা বলেছেন তরুণ এ ক্রিকেটার। বিশ্ব টোয়েন্টি২০-এর আগে বাংলাদেশের সঙ্গে ২টি টোয়েন্টি২০ খেলার সুযোগ পাওয়া নিয়ে উচ্ছ্বাসিত চান্দিমাল বলেছেন, ‘বিশ্ব টোয়েন্টি২০-এর আগে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারা আসলেই বড় সুযোগ। দল হিসেবে আমরা চেষ্টা করব; সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে।’

বাংলাদেশের বিপক্ষে খেলায় দল নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা ঝুঁকি নিতে চাচ্ছেন না চান্দিমাল। তিনি বলেছেন, ‘মাত্র ২টি ম্যাচ খেলব আমরা। বিশ্ব টোয়েন্টি২০-এর এক মাসও বাকি নেই। এই সময়ের মধ্যে কোনো রকম পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। আমরা তা করবও না।’

নিজের প্রস্তুতি সম্পর্কে চান্দিমাল বলেছেন, ‘টেস্ট সিরিজের সেঞ্চুরি আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেক। আমি চেষ্টা করব এই ফর্ম টোয়েন্টি২০ এবং ওয়ানডে সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখতে।’

আসন্ন সিরিজের বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন তামিম ও সাকিব। এমন মন্তব্য করেছেন লঙ্কান অধিনায়ক চান্দিমাল। তিনি বলেছেন, ‘বাংলাদেশ দলে কয়েকজন ভালো ব্যাটসম্যান এবং বোলার আছেন। বিশেষ করে তামিম ও সাকিবের কথা বলব। এদের যে কেউ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তারপরও সব চ্যালেঞ্জ জয় করে সিরিজ জয়ের দিকেই মনোযোগ দেব আমরা।’

লঙ্কান দলের আরও এক সম্ভাবনাময় খেলোয়াড় অ্যাঞ্জেলো পেরেরা। তার ওপর নির্ভর করতে চাইছেন চান্দিমাল। তিনি বলেছেন, পেরেরা লঙ্কান দলের ভবিষ্যত। আশা করি, আসন্ন সিরিজে সে তার নিজের সেরা খেলাই দেখাবে।’

টোয়েন্টি২০ ক্রিকেটে পিচ বড় একটা ফ্যাক্টর। উইকেট সম্পর্কে ধারণা আছে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, ‘এখন দেখে ভালোই মনে হচ্ছে; বুধবার সকালে আবারও দেখে বোঝা যাবে কেমন উইকেট।’

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর