thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

‘বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডে ৮ হাজার কোটি টাকা ক্ষতি’

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৭:১৬:০০
‘বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডে ৮ হাজার কোটি টাকা ক্ষতি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি-জামায়াত জোটের কর্মসূচিতে নভেম্বর ও ডিসেম্বর মাসে সাত হাজার ৯৩০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মঙ্গলবার মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শুধু পোশাক খাতেই ৭ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। হিমায়িত মৎস্য খাতে এক হাজার কোটি টাকার ১০ হাজার টন হিমায়িত মৎস্য ১৪০টি কারখানায় আটকা পড়ে আছে। যার ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা। ট্রান্সপোর্ট সেক্টরে ক্ষতি হয়েছে ১৩০ কোটি টাকা। চামড়া খাতে ৭০০ কোটি টাকা।’

তোফায়েল আহমেদ বলেন, ‘ব্যবসায়ী সংগঠন (এফবিসিসিআই) ও অন্যান্য সংস্থার হিসাব অনুযায়ী হরতালে দেশের অর্থনৈতিক খাতে প্রতিদিন এক হাজার ৬০০ কোটি টাকার ক্ষতি হয়।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হত্যা, খুন, জ্বালাও-পোড়াও, ভাংচুরসহ ধ্বংসাত্মক, গণবিরোধী ও নাশকতামূলক কার্যক্রমে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতি সাধিত হয়।’

তিনি বলেন, ‘পোশাক, হিমায়িত মৎস্য, পরিবহন খাতের বাইরে কাঁচাপাট ও পাটজাত দ্রব্য রফতানি ২০১২ সালের চেয়ে ২০১৩ সালে কমেছে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি ধরনের দোকানগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে। বিনিয়োগ পরিস্থিতি পড়েছে নাজুক অবস্থায়।’

বিরোধী জোটের আন্দোলনে ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের সহিংসতায় এক বছরে স্থানীয় বিনিয়োগ নিবন্ধন কমেছে ১৫ দশমিক ১৫ শতাংশ। বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী ২০১২ সালে এক হাজার ৬৫৫টি প্রকল্পে বিনিয়োগ ছিল ৫০ হাজার ৭৮ কোটি টাকা। ২০১৩ সালে এক হাজার ১৯৭টি নিবন্ধিত প্রকল্পে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৪২ হাজার ৪৮৯ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বৈদেশিক বিনিয়োগ নিবন্ধিত হয়েছে ৪৪টি, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেক। ফলে রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ৫ হাজার ৯৭০ কোটি টাকা।’

এম আবদুল লতিফের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরে জুলাই-ডিসেম্বর সময়ে নিটওয়্যার, ওভেন তৈরি পোশাক, হোম টেক্সটাইল, ফুটওয়্যার খাত, হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি করে এক লাখ ছয় হাজার ৪৯ কোটি ৪৬ লাখ টাকা আয় হয়েছে।’

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এসকে/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর