thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

লক্ষ্মীপুর-৪ আসনের নির্বাচনের ফল নিয়ে রুল

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৭:৩৭:৩৯
লক্ষ্মীপুর-৪ আসনের নির্বাচনের ফল নিয়ে রুল

লক্ষ্মীপুর প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনের ফলাফল অবৈধ ঘোষণা করে পুনরায় নির্বাচনের আদেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি সৌমেন্দ্র সরকার মঙ্গলবার এ রুল জারি করেন।

নির্বাচন কমিশনার, জেলা রিটার্নিং অফিসার, কমলগঞ্জ ও রামগতির সহকারী রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট ৭ জনকে বিবাদী করা হয়েছে। তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন- আইনজীবী আব্দুর রউফ চৌধুরী, গিয়াস উদ্দিন ও ইব্রাহিম খলিল। এর আগে ৭ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের স্বতন্ত্রপ্রার্থী আজহার উদ্দিনের পক্ষে রিটটি দায়ের করা হয়।

আব্দুর রউফ জানান, ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনের (রামগতি ও কমলগঞ্জ) এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল্লাহ টাকার বিনিময়ে পোলিং অফিসারদের মাধ্যমে বিজয়ী হন। সেখানে মাত্র ৫ থেকে ৬ শতাংশ ভোট পড়েছে। অথচ তারা কোনো কোনো কেন্দ্রে ৬০-৮০ শতাংশ ভোট পড়েছে বলে উল্লেখ করেছেন।

(দ্য রিপোর্ট/এসএ/একে/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর