thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৮ জমাদিউস সানি 1446

আন্তর্জাতিক বস্ত্রমেলা শুরু বুধবার

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৮:২৬:৫০
আন্তর্জাতিক বস্ত্রমেলা শুরু বুধবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বস্ত্র ও গার্মেন্ট মেশিনারি মেলা শুরু হচ্ছে বুধবার। ৩১ দেশের ৮৫০টি কোম্পানি এতে অংশ নিচ্ছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মেলা চলবে শনিবার পর্যন্ত।

বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলামীন জানান, মেলায় অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, চায়না, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড, পাকিস্তান, সিঙ্গাপুর, স্পেন, শ্রীলংকা, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কোম্পানি অংশগ্রহণ করছে। এবারের মেলা বাংলাদেশি পোশাক আমদানি-রফতানিকারকদের জন্য উৎকৃষ্ট প্ল্যাটফরম হিসেবে কাজ করবে।

প্রাইমারি টেক্সটাইল খাতের মালিকদের সংগঠন বিটিএমএ ও তাইওয়ানের চ্যাং চু ইন্টারন্যাশনাল মেলার আয়োজন করেছে।

(দ্য রিপোর্ট/এআই/একে/এনডিএস/এনআই/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর