thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বগুড়ায় খাদ্য গুদাম কর্মকর্তা থানা হেফাজতে

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৮:৪৫:৪৯
বগুড়ায় খাদ্য গুদাম কর্মকর্তা থানা হেফাজতে

বগুড়া সংবাদদাতা : বগুড়ার দুপচাঁচিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুজ্জামানকে মিলারদের আক্রমণের হাত থেকে বাঁচাতে থানা হেফাজতে রেখেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দীন আহম্মেদ জানান, মঙ্গলবার বিকেলে উপজেলা খাদ্য গুদামে গিয়ে পাওনা টাকার দাবিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুজ্জামানকে বেশ কয়েকজন মিলার অবরুদ্ধ করে রাখে। এ খবর শোনার পর থানা পুলিশ সেখানে গিয়ে গুদাম থেকে খাদ্য কর্মকর্তাকে থানা হেফাজতে নিয়ে আসে।

থানার পরিদর্শক (তদন্ত) মহসিন আলী বলেন, বেশ কয়েকজন মিলারদের নিকট থেকে চাল নিয়ে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ব্যক্তিগত ভুয়া চেক প্রদান করেন। উক্ত চেকে টাকা না পেয়ে মঙ্গলবার গুদামে গিয়ে কর্মকর্তা তারেকুজ্জামানকে অবরুদ্ধ করে ভুক্তভোগী মিলাররা। তিনি আরও বলেন, কোনো মিলার মামলা করলে তারেকুজ্জামানকে গ্রেফতার দেখানো হবে।

(দ্য রিপোর্ট/এএইচ/এপি/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর