thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নড়াইলের নির্বাচনী জনসভায় গুলি বর্ষণ

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৯:০৭:২৭
নড়াইলের নির্বাচনী জনসভায় গুলি বর্ষণ

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার বাগুডাঙ্গায় নির্বাচনী জনসভায় দুই রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। নড়াইল-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দুই রাউন্ড ফাঁকা গুলি করেন।

কালিয়া উপজেলার বাগুডাঙ্গা সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এমপি কবিরুল হক মুক্তি আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী খান শামীম রহমানের (ওছি খান) নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় এলাকার উন্নয়নের কথা বলছিলেন। এ সময় আওয়ামী লীগ সমর্থিত অপর চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান কায়েসের সমর্থক বাগুডাঙ্গা গ্রামের জামাল মোল্লা (৪৫) এমপির বক্তব্যের প্রতিবাদ করেন। এ ঘটনায় খান শামীম রহমানের সমর্থকরা জামালকে মারধর করলে উত্তেজনার সৃষ্টি হয় ও এমপির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আত্মরক্ষার্থে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

এ ব্যাপারে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন এক রাউন্ড গুলি বর্ষণের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় একটি জিডি করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এএস/এফএস/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর