thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

মুন্সীগঞ্জে আলুর ন্যায্য মূল্য পেতে মানববন্ধন

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৯:১৯:২২
মুন্সীগঞ্জে আলুর ন্যায্য মূল্য পেতে মানববন্ধন

মুন্সীগঞ্জ সংবাদদাতা : উৎপাদিত আলুর ন্যায্য মূল্যের দাবিতে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পাদদেশে মানববন্ধন করেছে আলু চাষিরা। এ সময় ক্ষুব্ধ চাষিরা প্রতিবাদস্বরূপ সেতুর উপর আলু ছড়িয়ে দেয়। তারা ২০ বস্তা আলু ধলেশ্বরী নদীতে ফেলে দেয়।

মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে তিন শতাধিক চাষি অংশ নেন।

চাষিদের দাবি, জমিতে এক কেজি আলু উৎপাদনে খরচ পড়ে ১২-১৩ টাকা। কিন্তু বর্তমান বাজারে প্রতিকেজি আলুর দাম ৫-৬ টাকা। এতে উৎপাদিত আলু চাষির গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে।

এ কর্মসূচিতে সদর উপজেলার চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া আফসু ও সাধারণ সম্পাদক শামসুল কবীর মাস্টারও উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএস/ডব্লিউএস/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর