thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

কোয়ার্টার ফাইনালে শারদা আলম

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৯:২১:৫৬
কোয়ার্টার ফাইনালে শারদা আলম

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৭তম প্রকৌশলী এমএ জাব্বার স্মৃতি টেনিসে প্রমীলা এককে শারদা আলম কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছেন। জাতীয় টেনিস কমপ্লেক্সের এ তারকা ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন বিকেএসপির রেবেকা সুলতানাকে।

এ ছাড়া দ্বিতীয় রাউন্ডের খেলায় বিকেএসপির আফরানা ইসলাম প্রিতি ৬-২, ৬-১ গেমে বিকেএসপির ঝিলিক চাকমাকে এবং বিকেএসপির সুমা খাতুন ৬-২, ৬-১ গেমে বিকেএসপির নদিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছেন।

বালিকা এককে ১৬ বছর গ্রুপে বিকেএসপির নাদিয়া ইসলাম ৬-০, ৬-০ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের ক্যারোলাইনকে, বিকেএসপির সুমনা খাতুন ৬-০, ৬-০ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের শ্রাবনী বিশ্বাসকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন।

আন্তঃক্লাব দ্বৈতে অফিসার্স ক্লাব ৩-০ ম্যাচে সংসদ ভবন ক্লাবকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর