thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন চলবেই’

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৯:৫৭:০৫
‘সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন চলবেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : যতক্ষণ পর্যন্ত সাগর-রুনির হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা রুহুল আমিন গাজী।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাগর-রুনির হত্যার প্রতিবাদে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বৈশাখী টেলিভিশনের সিইও ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘দেশের কোনো নাগরিক হত্যা হলে সেই হত্যার তদন্ত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্র সাগর-রুনির হত্যার তদন্তে ব্যর্থ হয়েছে। আর এ থেকেই বুঝা যাচ্ছে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই কেউ ক্ষুব্ধ হয়ে তাদের হত্যা করেছে।’

তিনি তথ্যমন্ত্রীর অসত্য তথ্যের কথা উল্লেখ করে বলেন, ‘তথ্যমন্ত্রী বলেছেন, ১৯টি পত্রিকায় ৮ম ওয়েজবোর্ড চালু হয়েছে। কিন্তু এ কথা সম্পূর্ণ মিথ্যা। এই কথার মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। হয়ত সাগর-রুনি হত্যার বিচারের ক্ষেত্রেও একই কাজ করা হয়েছে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর ফারুক, শাবান মাহমুদ, আব্দুল জলিল ভূঁইয়া প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এপি/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর