thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৮ জমাদিউস সানি 1446

এয়ারটেলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৯:৫৮:২৯
এয়ারটেলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের অন্যতম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সঙ্গে প্রাইম ব্যাংক লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এয়ারটেল চুক্তি অনুসারে প্রাইম ব্যাংকে বাল্ক এসএমএস সেবা প্রদান করবে।

রাজধানীর মতিঝিলে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে করপোরেট এ চুক্তি স্বাক্ষর হয়েছে। স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন এয়ারটেলের চিফ অপারেটিং অফিসার রাজনিশ কওল এবং প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অফ এমার্জিং মার্কেট হাবিবুবর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এহসান খসরু, এসইভিপি ও হেড অফ আইটি ইনফ্রাস্টাকচার অ্যান্ড প্ল্যানিং মো. ইকবাল হোসেন, এসইভিপি ও হেড অফ এসএমই কাজী মাহমুদ করিম, ইভিপি ও হেড অফ পাবলিক রিলেশনস ফেরদৌসি সুলতানা, এসভিপি ও হেড অফ কার্ডস এ এইচ মজুমদার, এসভিপি ও হেড অফ এডিসি সালাহউদ্দীন আহমেদ, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস এভিপি বিএম শাহরিয়ার মজুমদার, এয়ারটেলে হেড অফ করপোরেট সেলস অ্যান্ড এসএমই আদিল হোসেন, হেড অফ করপোরেট সেলস রেজাউল আমিন সোহেল ও কি অ্যাকাউন্ট ম্যানেজার সৈয়দা উমায়লা আখতার।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর