thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘যেকোনো এক স্থানে মেলা হলে ভালো হয়’

২০১৪ ফেব্রুয়ারি ১১ ২০:১৬:১৯
‘যেকোনো এক স্থানে মেলা হলে ভালো হয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : চারুলিপি প্রকাশনের যাত্রা ১৯৯৮ সালে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৬ শতাধিক বই প্রকাশ করেছে। বইমেলার আয়োজন সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হুমায়ূন কবীরের মুখোমুখি হয়েছে দ্য রিপোর্ট।

এবার কতটি বই প্রকাশ করছেন?

কবিতা, গবেষণা, উপন্যাস, গল্প, সঙ্কলন ও নন্দনতত্ত্বসহ সাহিত্যের প্র্রায় সব শাখা মিলিয়ে ৪০টি বই প্রকাশ করছি।

লেখক কিংবা লেখা বাছাইয়ের পর একজন সৃজনশীল প্রকাশকের দায়িত্ব কী?

প্রাথমিকভাবে লেখা বাছাইয়ের পর লেখকের সঙ্গে ডিড (লিখিত দলিল) করে নিই। কপিরাইট আইনের সকল বিধি-নিষেধ মেনে আমরা একটি গ্রন্থ প্রকাশের কাজ সম্পাদন করে থাকি। এর মধ্যে দিয়ে একজন লেখকের সঙ্গে আমাদের সুন্দর সম্পর্কের সূচনা হয়।

সোহরাওয়ার্দী উদ্যানে মেলার সম্প্রসারণকে কীভাবে দেখছেন?

সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত হওয়ায় মেলার পরিবেশ অনেক সুন্দর হয়েছে এ কথা সত্যি। কিন্তু দুই স্থানে বিভাজিত হওয়ায় পাঠকরা অনেক সময় দুই স্থানে ঘুরে বেড়াতে ক্লান্তিবোধ করে। এতে করে আমরা অনেক ক্রেতার মুখ দেখা থেকে বঞ্চিত হচ্ছি। তাই যেকোনো একটি স্থানেই মেলা অনুষ্ঠিত হলে ভালো হয়।

(দ্য রিপোর্ট/এমএ/ডব্লিউএস/এইচএসএম/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ আয়োজন এর সর্বশেষ খবর

বিশেষ আয়োজন - এর সব খবর