thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

‘মাগো তুমি কত বোকা!’

২০১৪ ফেব্রুয়ারি ১১ ২০:১৯:০৬
‘মাগো তুমি কত বোকা!’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর রায়েরবাগ এইচ ইউসুফ মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী রাবেয়া বসরী মম। মঙ্গলবার বিকেলে মা ও বড় বোন এসেছে বইমেলায়। মেলার প্রবেশ পথেই তার সঙ্গে দেখা। মেলায় কেন এসেছে জিজ্ঞাসা করতেই হাসিমুখে ঝটপট উত্তর, ‘মাগো, তুমি কত বোকা! মেলায় কেন আসি এটা জান না!’

মম’র পছন্দ ভূত ও কার্টুনের বই। মেলায় ঢুকতে না ঢুকতে টুইটুম্বরের স্টল থেকে কিনে নিল ‘রাজকন্যার রূপকথার রাজ্যে’। কোনো প্রশ্ন ছাড়াই বলে চলে, ‘শোন, আমার মা না অনেক ভালো, যে বইটা পছন্দ করি মা তাই কিনে দেয়। আমি ভালো রেজাল্ট করি তো তাই!’

মম আরও জানায়, ‘মা কথা দিয়েছে স্কুল বন্ধ থাকলে আবার মেলায় নিয়ে আসবে আর আমার পছন্দের বইগুলো কিনে দিবে।’

(দ্য রিপোর্ট/এমএ/ডব্লিউএস/সা/ফেব্রুয়ারি ১১,২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ আয়োজন এর সর্বশেষ খবর

বিশেষ আয়োজন - এর সব খবর