thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

খালেদা জিয়ার সঙ্গে মজিনার বৈঠক

২০১৪ ফেব্রুয়ারি ১১ ২০:২৫:০৬ ২০১৪ ফেব্রুয়ারি ১১ ২১:৫০:০০
খালেদা জিয়ার সঙ্গে মজিনার বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাত ৮টা ২৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় রাত পৌনে ১০টায়।

রাত ৮টায় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত মজিনা। বেগম খালেদা জিয়া আসেন ৮টা ২০ মিনিটে। এরপর বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান।

উল্লেখ্য, ৫ জানুয়ারি নির্বাচনের পর খালেদা জিয়ার সঙ্গে মজিনার এটাই প্রথম সাক্ষাৎ। এর আগে মজিনা গত বছর ৩১ ডিসেম্বর বিকেলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর