thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

‘বাংলাদেশের মানুষ প্রকৃতিগতভাবে অসাম্প্রদায়িক’

২০১৪ ফেব্রুয়ারি ১১ ২০:৩৩:৩৪
‘বাংলাদেশের মানুষ প্রকৃতিগতভাবে অসাম্প্রদায়িক’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ প্রকৃতিগতভাবে অসাম্প্রদায়িক।’ একই সঙ্গে সকল আইনজীবী এক হয়ে এ সাম্প্রদায়িকতা দূর করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত বিজয়া, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন পুনর্মিলনী-২০১৪’র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার বিকেলে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কোনো ধর্মই সহিংসতা পছন্দ করে না। অন্যায়কে কেউ কখনও প্রশ্রয় দেয় না।’

বিচারপতি বলেন, ‘বাংলাদেশে যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। আমরা কখনও তা আশা করি নাই। বহুকাল ধরে এ দেশের হিন্দু, বৌদ্ধ, মুসলমান এক সঙ্গে উৎসব পালন করে আসছে। ভবিষ্যতেও করবে।’

আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আদালতে অনেক মামলা জমে আছে। আপনারা বার বার সময় আবেদন না করে বিচারকাজ দ্রুত শেষ করতে সহযোগিতা করবেন।’

সভার সভাপতি অ্যাডভোকেট কাজী মো. নজিবুল্লাহ হিরু বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে মুসলমান-হিন্দু-বৌদ্ধ সকলে একত্রিত হয়ে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতার লাল পতাকা ছিনিয়ে এনেছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আমাদের সম্পর্ক অটুট থাকবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জর্জ-এর বিচারক জহুরুল হক, চিফ ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহা ও ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়া।

(দ্য রিপোর্ট/জেএ/এসকে/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর