thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

পাকিস্তানে সিনেমা হলে গ্রেনেড হামলায় নিহত ১২

২০১৪ ফেব্রুয়ারি ১১ ২০:৪৭:৪১
পাকিস্তানে সিনেমা হলে গ্রেনেড হামলায় নিহত ১২

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারের শামা সিনেমা হলে মঙ্গলবার পর পর তিনটি গ্রেনেড বিস্ফোরণে ১২ জন নিহত ও অন্তত ১৯ জন আহত হয়েছে।

পাকিস্তানের ডন নিউজ জানায়, উপজাতি অধ্যুষিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীর সিনেমা হলটিতে শো চলার সময় এই হামলার ঘটনা ঘটে। এ সময় সেখানে ৮০ জন দর্শক উপস্থিত ছিল। সিনেমা হলটি পেশোয়ারের ব্যস্ততম বাচা খান চক এলাকায় অবস্থিত।

এ ঘটনার ১১ দিন আগে পেশোয়ারের কাবুলি বাজার এলাকার পিকচার হাউস সিনেমা হলে এক গ্রেনেড হামলায় ৫ জন নিহত হয়।

পাকিস্তান তালেবানের সঙ্গে দেশটির সরকারের শান্তি আলোচনার দ্বিতীয় দফার বৈঠক চলাকালে এ হামলার ঘটনাটি ঘটল।

তবে তালেবানরা তাৎক্ষণিকভাবে এই হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা বিষয়টি অস্বীকার করেছে।

(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর