thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

‘দুই বছরে মালয়েশিয়ায় যাবেন ১৪ লক্ষাধিক শ্রমিক’

২০১৪ ফেব্রুয়ারি ১১ ২১:০০:০৫
‘দুই বছরে মালয়েশিয়ায় যাবেন ১৪ লক্ষাধিক শ্রমিক’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারিভাবে আগামী দুই বছরে নিবন্ধিত ১৪ লক্ষাধিক শ্রমিককে মালয়েশিয়ায় পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লার সম্পূরক প্রশ্নের উত্তরে দশম জাতীয় সংসদ অধিবেশনে মঙ্গলবার মন্ত্রী এ কথা জানান।

মোশাররফ হোসেন বলেন, ‘ইতোমধ্যে দুই হাজারের বেশি শ্রমিককে মালয়েশিয়া পাঠানো হয়েছে। বাকিদেরও পাঠানো হবে।’

নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘প্রথম পর্যায়ে মাত্র ৩৩ হাজার টাকায় শ্রমিকরা মালয়েশিয়া গেছেন। বর্তমানে শ্রমিকদের খরচ মাত্র ২৭ হাজার টাকা।’

জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের সম্পূরক প্রশ্নের উত্তরে মোশাররফ হোসেন বলেন, ‘বিদেশ থেকে ১৪ হাজার শ্রমিকের লাশ ফেরত আসার বিষয়টি দুঃখজনক। তবে পাঁচ বছরে এ সংখ্যা খুব বেশি নয়। স্বল্প জনবল নিয়ে বিদেশে অবস্থানরত এক কোটি প্রবাসী শ্রমিককে দেখভাল করা কঠিন। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে কোথাও প্রবাসী শ্রমিকের মৃত্যু ও নির্যাতনের জন্য কোনো কর্মকর্তার অবহেলার প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সৌদি আরবসহ বিভিন্ন দেশে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাসের ১৬টি শ্রম উইং কাজ করে যাচ্ছে আরও ১২টি উইং প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।’

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/একে/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর