thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জুরীতে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন

২০১৪ ফেব্রুয়ারি ১১ ২১:৩৯:৩৪
জুরীতে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন

মৌলভীবাজার সংবাদদাতা : কথা কাটাকাটির জের ধরে জুরীতে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সাবিত্রী ব্যানার্জি (৩৫) খুন হয়েছেন। এ ঘটনায় কাজল ব্যানার্জি নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফুলতলা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাবিত্রী ব্যানার্জি ফুলতলা বাগানের চা শ্রমিক সাগর ব্যানার্জির স্ত্রী।

জুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান দ্য রিপোর্টকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় ফুলতলা চা বাগানের সাগর ব্যানার্জির স্ত্রীর সঙ্গে পাশের বাড়ির কাজল ব্যানার্জির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাজল উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে সাবিত্রীকে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরই প্রতিবেশীরা কাজলকে আটক করে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

(দ্য রিপোর্ট/টিএফ/এপি/ এনআই/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর