thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নির্বাচনে জনমতের প্রতিফলন হয়নি : মজিনা

২০১৪ ফেব্রুয়ারি ১১ ২২:২৪:৪৩
নির্বাচনে জনমতের প্রতিফলন হয়নি : মজিনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, ‘৫ জানুয়ারি নিবার্চনে বাংলাদেশের জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি বলে মনে করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা হোক এটা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।’

গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার রাতে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

মজিনা বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ‍ও বিএনপির মধ্যে আলোচনার ভিত্তিতে যে মধ্যবর্তী নিবার্চনের কথা বলেছেন তা ভালো উদ্যোগ। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের জনগণ শান্তিতে থাকুক এবং গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক।’

মজিনা বলেন, ‘নিশা দিশাই তার বাংলাদেশ সফরের প্রতিবেদন সিনেট অধিবেশনে মঙ্গলবার রাতে জমা দেবেন। এটি বিএনপির চেয়ারপারসনকে অবহিত করলাম। এতটুকু বলতে পারি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিবার্চন সুষ্ঠু হয়নি।’

বৈঠক সম্পর্কে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া বৈঠকে বলেছেন, বর্তমান সরকারের ওপর জনগণের কোনো আস্থা নেই। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেনি। একইভাবে তারা কোনো ম্যান্ডেট ছাড়াই সংসদ গঠন করেছে।’

খালেদা জিয়া বলেন, ‘দেশে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তাই কালক্ষেপন না করে আলোচনার মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

বৈঠক উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, রিয়াজ রহমান।

উল্লেখ্য, ৫ জানুয়ারি নির্বাচনের পর খালেদা জিয়ার সঙ্গে মজিনার এটাই প্রথম সাক্ষাৎ। এর আগে মজিনা গত বছর ৩১ ডিসেম্বর বিকেলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

(দ্য রিপোর্ট /এমএইচ/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর