thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘রংপুরের কথা তো বললেন না’

২০১৪ ফেব্রুয়ারি ১১ ২২:২৬:৩৪
‘রংপুরের কথা তো বললেন না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সব বিভাগে উন্নয়ন করার দাবি জানালে রংপুরের কথা উহ্য থেকে যায় ঝালকাঠি থেকে নির্বাচিত স্বতন্ত্র এমপির রুস্তম আলী ফরাজীর বক্তব্যে।

বক্তব্য শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাসির ছলে বলেন, ‘সব বিভাগের কথা বললেন, রংপুরের কথা তো বললেন না।’ মঙ্গলবার জাতীয় সংসদে তিনি এ হাস্যরস করেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে ১২ মিনিট বক্তব্য দেন রুস্তম আলী ফরাজী। তিনি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রশংসা করেন। ঝালকাঠির মঠবাড়িকে জেলায় উন্নীতকরণ এবং মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান রুস্তম আলী।

দেশের প্রাশাসনিক বিভাগগুলোর উন্নয়নের দাবির পাশাপাশি স্পিকারের জন্মস্থান নোয়াখালী জেলারও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তিনি।

তার বক্তব্য শেষে স্পিকার রুস্তম আলীকে ধন্যবাদ জানিয়ে কৌতুক করে বলেন, ‘রংপুরের কথা তো বললেন না।’ প্রসঙ্গত, শিরীন শারমিন রংপুর-৬ আসনের এমপি। গত সংসদে সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন তিনি। এবার প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসন থেকে উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন তিনি।

নোয়াখালীর সন্তান শিরীন শারমিন। বৈবাহিক সূত্রে তিনি কিশোরগঞ্জেরও বাসিন্দা। এ দুই জেলার একটি থেকে সংসদ নির্বাচনে অংশ নেবেন-এমন গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত রংপুর থেকে নির্বাচন করে নিজেকে ওই এলাকার বাসিন্দা ঘোষণা করেছেন দেশের প্রথম নারী স্পিকার।

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর