thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

চলে গেলেন ‘আমেরিকার ছোট্ট রাজকুমারী’

২০১৪ ফেব্রুয়ারি ১১ ২৩:০০:১২
চলে গেলেন ‘আমেরিকার ছোট্ট রাজকুমারী’

দ্য রিপোর্ট ডেস্ক : বিবিসি সংবাদ সংস্থার মতে‘ আমেরিকার ছোট্ট রাজকুমারী’ হিসেবে খ্যাত হলিউড তারকা শারলি টেমপেল ৮৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ক্যালিফোর্নিয়ার উডসাইডে নিজ বাড়িতে মারা গেলেন। সুন্দর হাসি, গালে টোল আর প্রশংসনীয় অভিনয়ের অধিকারী শারলির মারা যাওয়ার খবরটি নিশ্চিত করলেন তার পরিবার।

১৯৩০ সালে একজন শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিনি। ‘ব্রাইট আইস’, ‘স্ট্যান্ড আপ এন্ড চিয়ার’ এবং ‘কার্লি টপ’ নামক বিখ্যাত চলচ্চিত্রে টানা চার বছর অভিনয় করে বক্স অফিসের সেরা শিশু তারকা হিসেবে খ্যাতি অর্জন করেন। পরে অভিনয়ে তাকে আর দেখা না গেলেও একজন সফল ব্যবসায়ী ও রাজনীতিবিদ হিসেবে তার পরিচয় মেলে।

তিনি ছিলেন উল্লেখযোগ্য একজন অভিনেত্রী, কূটনীতিক, প্রিয় মা, দাদী ও মহাদাদী।

(দ্য রিপোর্ট/পিআর/কেএম/এএল/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর