thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

নকল ওষুধ তৈরির দায়ে দুই ‘এমডির’ কারাদণ্ড

২০১৪ ফেব্রুয়ারি ১১ ২৩:১২:১৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : নকল ওষুধ তৈরি ও বাজারজাতকরণের দায়ে মাল্টিপল হেলথ ফার্মার দুই ব্যবস্থাপনা পরিচালককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়েছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. শাহ আলম ও মহিউদ্দিন আহমেদ।

রাজধানীর গ্রিন রোডের ১৪২/বি নম্বর বাসার পাঁচ তলায় ওই কোম্পানির অফিসে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে র‌্যাব তাদের আটক করে। এ সময় নকল ওষুধ ও বিভিন্ন ধরনের লেভেল ‍উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর উপ-পরিচালক হিমাদ্রী শেখর রায় জানান, দীর্ঘদিন ধরে দণ্ডপ্রাপ্তরা নকল ওষুধের ব্যবসা করে আসছিলেন। এমনকি এ সব ওষুধ কোরিয়া ও চায়না থেকে আমদানি করা হয়েছে দাবি করে সাধারণ মানুষের সঙ্গে তারা প্রতারণা করেছেন।

ড্রাগস প্রশাসনের কর্মকর্তা মাহবুব হোসেন বলেন, ‘এ কোম্পানিটির অনুমোদন নেই। এমনকি তারা কোনো ওষুধ আমদানিও করে না।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, ‘নকল ওষুধ তৈরি ও বাজারজাতকরণে দণ্ডপ্রাপ্তরা যে সব কেমিকেল ব্যবহার করে আসছিলেন তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জনস্বার্থ বিবেচনা করে তাদেরকে এ শাস্তি দেওয়া হয়েছে।’

(দ্য রিপোর্ট/এএইচএ/একে/এসকে/এএল/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর