thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঝিকরগাছায় ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ

২০১৪ ফেব্রুয়ারি ১২ ০১:৪৩:৪৩
ঝিকরগাছায় ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ছাত্রলীগ কর্মী ইলিয়াস আলী (২৩) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর মসজিদের কাছে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়।

আহত ইলিয়াস মল্লিকপুর গ্রামের মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের ছেলে ও মশিয়ুর রহমান কলেজ ছাত্রলীগের সদস্য। আহতাবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ইলিয়াস অভিযোগ করেন, কৃষ্ণনগরের একটি মসজিদের সামনের রাস্তার বিট পার হওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশে গুলি করে। ইলিয়াস পালানোর চেষ্টা করলে তার বাম হাতের বাহুতে গুলি লেগে অপর দিক দিয়ে বের হয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম খবর পেয়ে ইলিয়াস আলীকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি অভিযোগ করেন, বিদ্রোহী আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী মুছা মাহমুদের সন্ত্রাসীরা এ হামলার সঙ্গে জড়িত।

এ ব্যাপারে ঝিকরগাছা থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ইলিয়াসকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় এখনও মামলা হয়নি। মামলা হলে আসামিদের দ্রুত আটক ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এএস/এএল/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর