thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেনাপোলে বন্দুক ও হাতবোমা উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ১২ ০২:০৯:৫১
বেনাপোলে বন্দুক ও হাতবোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার বারোপাতা গ্রামে অভিযান চালিয়ে একটি বন্দুক ও পাঁচটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছেন র‌্যাব-৬ যশোরের সদস্যরা। মঙ্গলবার রাতে ওই গ্রামের একটি খড়ের গাদার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি দল বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের প্রয়াত তক্কেল মোল্লার ছেলে ইয়াব আলীর বাড়িতে অভিযান চালান। বাড়ির পাশের খড়ের গাদার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড বন্দুকের কার্তুজ এবং ৫টি হাতবোমা উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায় বলে র‌্যাব কর্মকর্তা জানান। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এএস/এএল/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর