thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘রেশম বস্ত্রের জন্য নেপাল ভালো মার্কেট’

২০১৪ ফেব্রুয়ারি ১২ ০৩:১০:৩৩
‘রেশম বস্ত্রের জন্য নেপাল ভালো মার্কেট’

রাজশাহী সংবাদদাতা : নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ বলেছেন, নেপাল রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম বস্ত্রের জন্য বড় মার্কেট নয়, তবে ভালো মার্কেট হতে পারে। ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগের মাধ্যমে নেপালে রেশম সিল্কের বাজার প্রসারিত করা যেতে পারে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির (বিআরএসএমএস) নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

রাজশাহী মহানগরীর বিসিক শিল্প এলাকায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ আরও বলেন, আকাশপথের চেয়ে স্থলপথ দিয়ে নেপানের সঙ্গে ব্যবসায়ী যোগাযোগ বৃদ্ধি করা দুই দেশের পক্ষে আরও বেশি সহজ হবে।

মতবিনিময় সভায় উপস্থিত থাকা বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির নেতাদের নেপাল সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রদূত। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠর স্ত্রী শেগুনতলা ও নির্মল প্রসাদ বাথাড়ি।

বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি ওবায়দুল হক জীবন, সাধারণ সম্পাদক আরিফ আহসান টিটো, সহ-সাধারণ সম্পাদক আবদুল কাদের মুন্না, প্রচার সম্পাদক নাজমুল হক নান্টু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম সাবু, দফতর সম্পাদক মনিরুল ইসলাম ডিটল, নির্বাহী সদস্য ইউসুফ আলী, তহিদুল আলম, সাজ্জাদ আলী, নাদিম, মোবাশেরুল ইসলাম মোবা।

মতবিনিময় সভা পরিচালনা করেন সমিতির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম বেলাল। মতবিনিময় শেষে নেপালের রাষ্ট্রদূত বেসিক শিল্প এলাকায় অবস্থিত রেশম কারখানাগুলো ঘুরে দেখেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/এএল/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর