thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জৈন্তাপুর-গোয়াইনঘাটে যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য

২০১৪ ফেব্রুয়ারি ১২ ০৫:৫৮:২৬
জৈন্তাপুর-গোয়াইনঘাটে যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য

সিলেট অফিস : সিলেটের সীমান্তবর্তী জনপদ জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য। প্রায় প্রতি রাতেই এ দুই পল্লীর আনাচে-কানাচে চলছে যুবসমাজ ধ্বংসের রমরমা নৃত্যের বাহার। প্রভাবশালী ও পুলিশের সহযোগিতায় যাত্রা চললেও পুলিশ ও প্রশাসন এ ব্যাপারে অবগত নয় বলে পাশ কাটানোর চেষ্টা চালাচ্ছে। ফলে ২০০৪ সালের মতো আবারও ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমন শঙ্কাও সচেতন মহলের।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী দ্য রিপোর্টকে বলেন, প্রশাসনের কাছ থেকে এ রকম যাত্রা করার অনুমতি নেয়নি কেউ। যাত্রা হচ্ছে এ ধরনের কোনো সংবাদ বা অভিযোগও কেউ নিয়ে আসেনি। অভিযোগ পেলে বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, যাত্রা ও সার্কাসের অনুমতি দেওয়ার কোনো ক্ষমতা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেই। এ ধরনের অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিতে হয়। যাত্রার সংবাদ কেউ আমাকে দেয়নি। এ বিষয়টি আমার নজরে আসেনি। এলে আইনানুগ ব্যবস্থা নেব।

সিলেটের সীমান্তবর্তী জনপদ জৈন্তাপুর-গোয়াইনঘাট উপজেলা। গত জানুয়ারি থেকে অদ্যাবধি দুই উপজেলার প্রায় ২৫ স্থানে যাত্রার নামে অশ্লীল নৃত্য চলছে। এ সব অশ্লীল নৃত্য কাবু করছে যুবসমাজকে। তারা এটার প্রতি দিন দিন আকৃষ্ট হচ্ছে; ঝুঁকে পড়ছে। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় অশ্লীল দৃশ্য প্রদর্শনী হওয়ার কারণে স্থানীয় আলেম সমাজের মধ্যেও ক্ষোভ দানা বাঁধছে।

গত ১০ ফেব্রুয়ারি রাত ১২টায় জৈন্তাপুর উপজেলার আগফৌদ মাঠে প্রভাবশালীরা আয়োজন করে অশ্লীল নৃত্য প্রদর্শনীর। স্থানীয় আলেম ও সচেতন মহল প্রশাসনকে বিষয়টি জানানোর পরও অনুষ্ঠান বন্ধ না করায় ক্ষোভ বাড়ছে।

জৈন্তাপুর ইমরান আহমদ মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ দ্য রিপোর্টকে বলেন, গত কয়েকদিন ধরে জৈন্তাপুর ও গোয়াইনঘাটে যাত্রার নামে অশ্লীল নৃত্যের আয়োজন করছে এক শ্রেণীর কুরুচিপূর্ণ মানুষ। এটাকে এখনই বন্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

(দ্য রিপোর্ট/এমজে/এএস/এএল/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর