thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

সাতক্ষীরায় ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১

২০১৪ ফেব্রুয়ারি ১২ ০৮:৩৪:০৭
সাতক্ষীরায় ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি : জেলা সদরের চালতেতলায় গাড়ি ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একরামুল্লাহ বাবু (৪০) নামের এক ছিনতাইকারী নিহত হয়েছেন। শহিদুল ইসলাম (৩০) নামের অপর এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনায় মাহবুব নামের এক পুলিশ কনস্টেবল আহত হন। এ ছাড়া ছিনতাই করা গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।

শহরের অদূরে চালতেতলার তিন রাস্তার মোড়ে বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার মোহাম্মদপুরের শিকদার মেডিকেল এলাকা থেকে মঙ্গলবার বিকেলে সেনা কর্মকর্তা লে. কর্নেল ওমর ফারুকের একটি প্রাইভেটকার তার স্ত্রীর কাছ থেকে ছিনতাই করা হয়। গাড়িটি সাতক্ষীরায় আনা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সাতক্ষীরা শহরে টহলরত ছিল। ভোরে গাড়িটি চলমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে দুইপক্ষের মধ্যে ২০ রাউন্ড গুলিবিনিময় হয়। এতে একরামুল্লাহ বাবু ও শহিদুল ইসলাম নামের দুই যুবক গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাদের সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করলে একরামুল্লাহ বাবু মারা যান।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কালো রংয়ের করোলা প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৭-৩৯৯০) উদ্ধার করা হয়েছে।

নিহত বাবু সাতক্ষীরার সুলতানপুরের খায়বর সরদারের ছেলে। আহত শহিদুল ইসলাম শহরের মধুমোল্লারডাঙ্গির আবুল হোসেনের ছেলে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর