thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

বিরল আলোচনায় মুখোমুখি দুই কোরিয়ার কর্মকর্তারা

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১০:০৩:৩৮
বিরল আলোচনায় মুখোমুখি দুই কোরিয়ার কর্মকর্তারা

দ্য রিপোর্ট ডেস্ক : দুই কোরিয়ার উচ্চপর্যায়ের কর্মকর্তারা ২০০৭ সালের পর প্রথমবারের মতো বৈঠক শুরু করেছেন।

পিয়ংইয়ংয়ের অনুরোধে সীমান্তবর্তী গ্রাম পানমুনজামে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে দক্ষিণ কোরিয়ার পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিম কিয়ু-হিয়ুন। উত্তর কোরিয়ার পক্ষে আন্তঃকোরিয়া বিষয়ক সিনিয়র কর্মকর্তা উন টং-ইয়ন নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।

বৈঠকের জন্য কোনো আলোচ্যসূচি নির্ধারণ করা হয়নি। তবে চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য কোরিয়া যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারের সদস্যদের পুনর্মিলনের বিষয়টি এ আলোচনায় স্থান পাবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়াকে কেন্দ্র করে এই পুনর্মিলন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল পিয়ংইয়ং। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর