thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৯ জন নিহত

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১০:৫২:৫০
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৯ জন নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বাড়িতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হামলায় একই পরিবারের অন্তত ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

নগরীর বুধবহার এলাকায় বুধবার অজ্ঞাতপরিচয় হামলাকারীরা ওই বাড়িতে প্রবেশ করে গুলি চালাতে থাকে। একই সঙ্গে তারা হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণও ঘটায়।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা প্রথমে হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। পরে গুলি ছোড়ে।

এ হামলার পর হামলাকারীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনাও ঘটে। তবে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। (সূত্র : দ্য ডন)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর