thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশের সঙ্গে নতুন জলপথের প্রস্তাব দেবে ভারত

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১১:১২:২৬
বাংলাদেশের সঙ্গে নতুন জলপথের প্রস্তাব দেবে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশের সঙ্গে নতুন জলপথ চালুর প্রস্তাব দেবে ভারত। দুই দেশের মধ্যে বাণিজ্যে প্রসার ঘটনোর উদ্দেশ্যে ভারত এ প্রস্তাব দিতে যাচ্ছে বলে দেশটির কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের মধ্যকার এই প্রস্তাবিত জলপথ দুই দেশের অর্থনীতি ও বাণিজ্যের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে।

ওই কর্মকর্তা আরো জানান, এর আগে বাংলাদেশকে অনানুষ্ঠানিকভাবে নতুন জলপথের ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছিল। শিগগিরই বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব দেওয়া হবে।

বাধাহীন জাহাজ চলাচলের লক্ষ্যে নদীগুলোর নাব্যতাও বাড়ানো হবে বলে জানান তিনি।

ভারত ও বাংলাদেশের মধ্যে ২ হাজার ৯৭৯ কিলোমিটার স্থলসীমানা ও ১ হাজার ১১৬ কিলোমিটার জলসীমানা আছে। প্রতিবেশী দেশ দুটির মধ্যে অভিন্ন নদীর সংখ্যা ৫৪টি। এরমধ্যে ত্রিপুরা থেকে ৮টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। (সূত্র : পিটিআই)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর