thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘উপজেলা নির্বাচনেও ভাগবাটোয়ারা করতে চায় ক্ষমতাসীনরা’

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১১:৪৬:৩৯
‘উপজেলা নির্বাচনেও ভাগবাটোয়ারা করতে চায় ক্ষমতাসীনরা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও ভাগবাটোয়ারার নির্বাচন করতে চায় ক্ষমতাসীনরা। নয়া পল্টনের দলীয় কার্যালয়ে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, তাদের প্রচারণা কাজে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। নির্যাতন ও গুম করা হচ্ছে। বন্দুকের নলের মুখে যেভাবে তারা জাতীয় নির্বাচন করেছেন, ঠিক সেভাবেই উপজেলা নির্বাচন করতে চান। নির্যাতনের মাধ্যমে তারা সর্বনাশা পথ অবলম্বন করেছেন।’

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে ‘প্রাইভেট লাঠিয়াল বাহিনী’তে পরিণত করেছে সরকার। বিরোধী দলকে নির্মূলে তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদেরকে উস্কানি দিচ্ছেন প্রধানমন্ত্রীসহ কিছু মন্ত্রী।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ‘প্রতিশোধের রাজনীতিই যেন তার জীবন দর্শন। প্রতিশোধ নিতে গিয়ে তিনি বাংলাদেশের ভবিষৎ ও গণতন্ত্র বিপন্ন করেছেন।’

একতরফা নিবার্চনের মাধ্যমে সরকারের অনেক ঋণ জমেছে উল্লেখ করে রিজভী বলেন, ‘ঋণের বোঝা কমাতে হলে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। দাবি না মানলে রাজপথে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।’

উপজেলা নির্বাচনে ফলাফল প্রসঙ্গে জানাতে চাইলে রিজভী বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সরকার কী ধরনের আচরণ করে তা আরও কয়েক দিন দেখব। তারপর আপনাদের কাছে দলীয় অবস্থান তুলে ধরব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/একে/এমডি/আরকে/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর