thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

সাভারের আনলিমা গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১২:৩০:১৫
সাভারের আনলিমা গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাভারের আনলিমা গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২০ মিনিট কাজ করে ১২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার দুপর সোয়া ১২টায় গার্মেন্টসটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পারভীন আক্তার দ্য রিপোর্টকে জানান, ৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কারখানা ও ফায়ার সূত্র জানায়, উলাইল বাসস্ট্যান্ড এলাকার আলনিমা পোশাক কারখানায় নিচ তলার ফিনিশিং সেকশনের কাপড় শুকানোর স্টান্ডার্ড ব্লুয়ার নামক একটি মেশিন থেকে আগুনের সুত্রপাত হয়। পরে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা কারখানার অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ও ফায়ার সার্ভিসে খবর দেয়। সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সাভার ফায়ার ষ্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

(দ্য রিপোর্ট/এনএইচ -এএইচএ/এমএইচও/এফএস/ এমডি/ ফেব্রুয়ারি ১২, ২০১৪)

তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানান এই অফিসার।

(দ্য রিপোর্ট/এএইচএ/এমএইচও/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর